Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

লক্ষ্য

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মিলেনিয়াম ডেভলপমেন্ট গোলস্ (SDG) ও দারিদ্র বিমোচন কৌশল পত্রের (PRSP)আলোকে নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ  ও ক্ষমতায়নের নিমিত্ত উন্নয়ন ও অনুন্নয়ন খাতভূক্ত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসাবে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে ৬৪ টি জেলা ও জেলাধীন উপজেলা কার্যালয়ের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।

 

উদ্দেশ্যঃ

ক. MDG ও  PRSP ঘোষিত লক্ষ্য অনুযায়ী দরিদ্র মা ও শিশু মৃত্যুহার হ্রাস।

খ. মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি।

গ. গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধি।

ঘ. প্রসব ও প্রসবোত্তর সেবা বৃদ্ধি।

ঙ. ইপিআই ও পরিবার পরিকল্পনা গ্রহণের হার বৃদ্ধি।

চ. যৌতুক, তালাক ও বাল্য বিবাহ প্রবণতা রোধ।

ছ. জন্ম নিবন্ধন উৎসাহিত করা।

জ. বিবাহ নিবন্ধন উদ্দধরণ।

পীরগঞ্জ উপজেলায় মোট মা ও শিশু সহায়তা ভাতাভোগীর সংখ্যা ১২৮৪ জন। ইউনিয়ন প্রতি  মাসে ৮০ জন। পৌরসভায় প্রতি মাসে ২৭ জন। ২০১৮-১৯ অর্থ বছর হতে প্রতি ভাতাভোগী মাসিক ৮০০/- (আটশত) টাকা হারে ৩৬ মাস ব্যাপী ভাতা পেয়ে থাকেন। পীরগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়ন  ও পৌরসভা পর্যায়ে “মা ও শিশু সহায়তা  ” কর্মসূচির আওতায় প্রতিমাসে বরাদ্দ  পাওয়া যায়।

অত্র উপজেলায় মোট ভিডব্লিউবি উপকারভোগীর সংখ্যা ২৫৫৮ জন