Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেলাই প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

 

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার

ঊপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

পীরগঞ্জ, ঠাকুরগাঁও ।

 

স্মারক নং- উমবিক/ পীর/ ঠাক/ প্রশিক্ষণ/২০১৯/                                                           তারিখঃ ০৩/০৩/২০১৯খ্রিঃ

                                                                

“ভর্তি বিজ্ঞপ্তি ”

 

 

        উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও কর্তৃক বাস্তবায়িত “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ” শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-১৯অর্থ বছরের জন্য ৪র্থ ব্যাচে ০২টি ট্রেডে যথাঃ আধুনিক দর্জ্জিবিজ্ঞান ওএমব্রয়ডারী কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্তে নিম্মলিখিত শর্তসাপেক্ষে আগামী এপ্রলি/২০১৯ হতে জুন/২০১৯ পর্যন্ত ০৩(তিন) মাস মেয়াদে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র আহবান করা যাচ্ছে। নিম্মস্বাক্ষরকারীর কার্যালয় হতে আগামী ০৩/ ০১/০৩/২০১৯ খ্রি: তারখি  হতে ১১/০৩/২০১৯ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন  সময়ে আবেদন পত্র বিতরন ও গ্রহণ করা হবে।

 

শর্তাবলী:

১।  প্রার্থীকে  আবেদন পত্রে পূর্ণ ঠিকানা ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।

২।  অসহায় দুঃস্থ স্বামী  পরিত্যক্তা , বিধবা ও দুঃস্থ, পঙ্গু স্বামীর স্ত্রীদের  প্রাধান্য দেওয়া হবে।

৩।  প্রাথীকে তাহার স্ব-স্ব  এলাকার পৌরসভা /ইউনিয়ন পরিষদ এর নিকট চারিত্রিক ও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জমা  

     দিতে হবে।

৪।  প্রর্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে সীমাবব্ধ  হতে হবে ।

৫।  শিক্ষাগত যোগ্যতা  ৮ম শ্রেণী  পাশ  হতে হবে ।  

৬।  আবেদন কারীর ছোট সন্তানের বয়স ৭ বৎসর হতে  হবে ।  

৭।  গর্ভবতী  মহিলাদের আবেদন  গ্রহনযোগ্য হবেনা । কোন  গর্ভবতী মহিলা কোন ভাবে তালিকাভুক্ত  হলে তাকে বাতিল

     করা  হবে।

৮।   স্কুল/কলেজ অধ্যয়নরত  বা অন্য কোন  প্রতিষ্ঠানে  জড়িত  প্রার্থীগণ  আবেদন  করতে পারবেনা ।

৯।   প্রার্থীকে প্রশিক্ষণে আগ্রহী  হতে হবে। শারীরিক ও  মানসিকভাবে  সুস্থ  হতে  হবে  ।

১০।  আবেদন  পত্রের  সাথে ভোটার  আইডি কার্ড  অথবা  জন্মনিবন্ধন  কার্ড এর ফটোকপি  জমা  দিতে হবে  ।   

১১।  মোট  ৩০ (ত্রিশ) জন প্রশিক্ষণার্থী  ভর্তি করা  হবে  ।  

১২।  সরকার কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের  অনুকুলে  প্রশিক্ষণ বরাদ্দ প্রাপ্তি  সাপেক্ষে প্রশিক্ষণ  ভাতা প্রদান করা হবে  ।                                           

১৩।  মৌখিক পরিক্ষা  সাক্ষাৎকার গ্রহনের জন্য  পৃথক কোন  পত্র বা কোন  প্রকার  যাতায়াত  ভাতা  প্রদান  করা হবে না।

১৪।  প্রার্থীকে ফ্রেম ও সূচ নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।

১৫।  মোবাইল নং................................................(প্রশিক্ষণার্থীদের)।

                                   

বিঃ দ্র :  আবেদনকরীদের  মৌখিক  পরীক্ষার  সম্ভাব্য  তারিখ আগামী ১১/০৩/২০১৯ খ্রিঃ সকাল ১১.০০টা 

 

স্বাক্ষরিত

 (খন্দঃ শাকিনা বিনতে শরীফ)

উপজেলা মহিলা বিষয়ক র্কমকর্তা

পীরগঞ্জ , ঠাকুরগাওঁ।

ফোন  ০৫৬২৪-৫৬৩৩৫।

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/03/2019
আর্কাইভ তারিখ
03/03/2020